Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোর অবস্থা খারাপ করে ফেলবো— সাংবাদিককে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৭:৫৯

লালম‌নিরহাট: ‘এই তুই কে রে? আমার বিরুদ্ধে ইউএনওকে অভিযোগ করিস। সাবধানে থাকিস তোর অবস্থা খারাপ করে ফেলবো’— এরপর অকথ্য ভাষায় গালিগালাজসহ সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দৈনিক আমার সংবাদ পত্রিকার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়াকে এই হুমকি দিয়েছেন কাকিনা ভৈরব বাজারের ইজারাদার সাইদুর ভাটিয়া।

গত মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৯টায় কাকিনা জেলে পাড়া মোড়ে সাংবাদিকের পথ রোধ করে হত্যার হুমকি দেন সাইদুর রহমান উরফে ভাটিয়া। এ ঘটনায় বুধবার (৮ জুন) বিকালে কালীগঞ্জ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন সাংবাদিক সাজু মিয়া। জিডি নং-কালীগঞ্জ থানা/৩১৭

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুন) এ বিষয়ে সাংবাদিক সাজু বলেন, ‘গত মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ফোনে টোল আদায় সম্পর্কে কথা হয়। এর কিছুক্ষণ পরই কাকিনা ভৈরব বাজারের ইজারাদার সাইদুর ভাটিয়া আমাকে হত্যার হুমকি দেয়।’

সাজু মিয়া আরও বলেন, ‘তথ্য সংগ্রহের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলায় মাছ ব্যবসায়ী ও ইজারাদার আমাকে হত্যার হুমকি দেয়। আমি এ ঘটনায় আমার জীবন নিয়ে শংকিত।’

ঘটনা সম্পর্কে জানার জন্য অভিযুক্ত সাইদুর ভাটিয়ার সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, ‘বিষয়টি জেনেছি। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে হুমকিদাতার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

খারাপ সাংবাদিককে হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর