এনবিআরকে আয় করতে হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা
স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৮:২৩
৯ জুন ২০২২ ১৮:২৩
ঢাকা: প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আয় করতে হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।
তিনি বলেন, এনবিআরের আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এতে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে সবচেয়ে বেশি অর্থাৎ ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সারাবাংলা/এসজে/পিটিএম