Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ হঠাৎ ঝড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৯:০৩

চাঁপাইনবাবগঞ্জ: ভোলাহাটের একটি গ্রামের ওপর বয়ে যাওয়া ঝড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে হঠাৎ উপজেলার আলারপুর, ফতেপুর, মান্নুমোড়, দূর্গাপুর গ্রামে প্রচণ্ড গতিতে ঝড় আছড়ে পড়ে। এতে কাঁচা-পাকা বাড়ি, দোকান ভেঙে যায় এবং টিন উড়িয়ে অন্যত্র ফেলে দেয়।

এছাড়াও সোনাজলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রোপণ করা বড় বড় বনজ গাছ রাস্তায় পড়ে চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

ফতেপুর গ্রামের বাসিন্দা মো. নাহিদ বলেন, ‘আমাদের পাকা বাড়ি তারপরও আংশিক ভেঙে গেছে। আমার প্রতিবেশীর বাড়ির টিন উড়িয়ে অন্যত্র ফেলে দিয়েছে। ফলে এখন তারা খোলা আকাশের নিচে রয়েছে। সোনাজল রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।’

স্থানীয় আম ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম জানান, ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক আম ব্যবসায়ীকে পথে বসে যেতে হবে।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন বলেন, ‘আমার ইউনিয়নে কাঁচা-পাকা বাড়ি, দোকান, আম, বনজ গাছসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।’

বিএমডিএ’র উচ্চতর উপ সহকারী প্রকৌশলী এ কে এম মঈন জানান, বিএমডিএ’র রোপিত গাছ ঝড়ে রাস্তায় পড়ে গেছে। সেসব দ্রুত সরিয়ে পরিবহন চলাচলের উপযোগী করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার বলেন, ‘এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানালে বলতে পারবো।’

সারাবাংলা/এমও

ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জ ঝড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর