Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে ২০ দলের বৈঠক চলছে


১৯ এপ্রিল ২০১৮ ২০:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত ৮ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

জোটের প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে সভাপতিত্ব করছেন। এতে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন একরাম।

এ ছাড়া জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, মুসলীম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার সভাপতি অধ্যাপক রেহানা প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মণি, পিপল লীগের (পিএল) সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা বৈঠকে উপস্থিত আছেন।

বৈঠকসূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুই সিটি করপোরেশন নির্বাচন, জোটকে আরো গতিশীল করতে করণীয়, জোট সম্প্রসারণের যৌক্তিকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমআইএস/

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook 

২০ দলীয় জোট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর