Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট নিবন্ধনের আওতায় আসছে বিদেশি প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ২৩:৩৩

ঢাকা: বাংলাদেশে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজোঁ অফিসকে ভ্যাট নিবন্ধনের আওতায় নিযে আসতে কর ও শুল্ক সংক্রান্ত আইনে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বেশ কিছু ধারায় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে পরিচালিত বিদেশি প্রতিষ্ঠানকে (ফেসবুক, ইউটিউব, গুগল, মেটলাইফ ইন্সুরেন্স এমন প্রতিষ্ঠান) বাধ্যতামূলকভাবে ভ্যাট নিবন্ধন নিতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী তার প্রস্তাবনায় বলেন, ‘বাংলাদেশে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজোঁ অফিসকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনার প্রস্তাব করছি। ভ্যাট আইনে বর্তমানে কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে একাধিক উৎপাদনস্থল বাধ্যবাধকতা রয়েছে। ব্যবসায়িক বাস্তবতা বিবেচনা করে দুই বা ততধিক উৎপাদনস্থলের পরিবর্তে এক বা একাধিক উৎপাদনস্থলের ক্ষেত্রে কম্পিউটারাইজড অটোমেটেড পদ্ধতিতে হিসাবরক্ষণের শর্তে কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ করার বিধান সন্নিবেশের প্রস্তাব করছি।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা সরবরাহের ক্ষেত্রে মূসকের পাশাপাশি সম্পূরক শুল্ক হ্রাস সংক্রান্ত সমন্বয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে সরবরাহের বিপরীতে রেয়াত গ্রহণের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের বাধ্যবাধকতা তুলে দেওয়া এবং ব্যাংক মাধ্যমের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করলেও রেয়াত গ্রহণ করা যাবে মর্মে নতুন বিধান সংযোজনের প্রস্তাব করছি। প্রতিষ্ঠান কর্তৃক রেয়াত গ্রহণের সুবিধার জন্য উপকরণ কর রেয়াত সংশ্লিষ্ট ধারাতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

২০২২-২৩ অর্থবছরের বাজেট বিদেশি কোম্পানি ভ্যাট নিবন্ধন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর