Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদ পানে খরচ বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ০০:৪৪

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মদ আমদানিতে ২০ থেকে ২৫ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ তথ্য জানান। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় তিনি জানান, প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলে বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

এবারের বাজেটে বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে এমন পণ্যের মধ্যে রয়েছে আমদানি করা অ্যালকোহল বা বিদেশি মদ। ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায়, মদ আমদানির ক্ষেত্রে অগ্রিম কর ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তাই প্রস্তাবিত বাজেট পাস হলে শিল্প কারখানায় ব্যবহৃত অ্যালকোহল বা খাবারযোগ্য মদের দাম বাড়বে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে জাতীয় সংসদে উত্থাপন করা প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষণার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সুরক্ষায় বিলাসবহুল পণ্যে আমদানি নিরুৎসাহিত করছে। ফলে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রেও বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে।

উল্লেখ্য, দেশে বর্তমানে মদ আমদানিতে অন্য শুল্ক করের পাশাপাশি ২০ শতাংশ সম্পূরক শুল্প আরোপ আছে।

এর আগে, ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। তবে সংশোধিত হয়ে এই বাজেটের আকার কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা। এবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

২০২২-২৩ অর্থবছরের বাজেট আমদানি খরচ মদ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর