Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের রুশ আদালতে ব্রিটিশ নাগরিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২২ ১৪:৫৫

বাম থেকে এইডেন অ্যাসলিন, শন পিনা এবং ব্রাহিম সাউদুন, ছবি: বিবিসি

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার গঠিত আদালত ব্রিটিশ নাগরিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর মধ্যে একজন মরক্কোর নাগরিক। তারা ইউক্রেনের হয়ে যুদ্ধ করার জন্য দেশটিতে গিয়েছিল। খবর বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রিটিশ এইডেন অ্যাসলিন, শন পিনার এবং মরক্কোর ব্রাহিম সাউদুনকে ভাড়াটে যোদ্ধা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

রাশিয়াপন্থী ডোনেটস্ক পিপলস রিপাবলিকে এই আদালত রয়েছে। যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ইউক্রেন। যুদ্ধবন্দীদের সুরক্ষার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শাস্তির দেওয়ার নিন্দা করেছে দেশ দু’টি। এদিকে ব্রিটিশদের পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য, ভাড়াটে সদস্য নয়।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সাজাপ্রাপ্তরা আইনজীবী আরআইএ নভোস্তি বলেছেন- এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

নভোস্তি আরও বলেন, তিনজনের বিরুদ্ধে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার, ক্ষমতা দখলের জন্য সহিংস কর্মকাণ্ড পরিচালনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাজ্য সরকার অ্যাসলিন ও পিনারকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ‘গভীরভাবে উদ্বিগ্ন’প্রকাশ করেছে। একইসঙ্গে তাদের মুক্তি নিশ্চিত করতে ইউক্রেনের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে ব্রিটিশ সরকার।

সারাবাংলা/এনএস

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর