Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাগল বিক্রি নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য, স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: হিলিতে গুচ্ছগ্রাম নামক এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাবিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পালিবটতলী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত মাবিয়া আক্তার নবাবগঞ্জ উপজেলার কয়রাপুর গ্রামের মজিদুল ইসলামের মেয়ে ও গুচ্ছগ্রামের মইদুলের স্ত্রী।

স্থানীয়রা বলেন, ‘আজ দুপুরে ছাগল বিক্রির টাকা নিয়ে কথা-কাটাকাটি হয় তাদের মাঝে। একপর্যায়ে স্বামীর উপর রাগ করে নিজের ঘরের ভিতর রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মাবিয়া আত্মহত্যা করে।’

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম বলেন, ‘গলায় ফাঁস দেওয়া এক নারীর লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় হাকিমপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এমও

ছাগল বিক্রি মনোমালিন্য স্ত্রীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর