Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগ বাহিনীর গোলাগুলিতে আহত ৩, জেএসএসের ২ কর্মী অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ২২:৫৬

বান্দরবান: আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের রাজবিলায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগ লিবারেশন পার্টি (এমএলপি) বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় জেএসএসে’র ৩ সদস্য আহত হয়েছে।

মগ বাহিনী ধরে নিয়ে গেছে জেএসএস’র ২ কর্মীকে। শুক্রবার (১০ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, আধিপাত্য বিস্তারের জেরে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ডাকবাংলো এলাকায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সঙ্গে মগ লিবারেশন পার্টি (এমএলপি) বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। বন্দুকযুদ্ধে জেএসএসের ৩ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এসময় মগ বাহিনীর সদস্যরা জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের ২ জন কর্মীকে ধরে নিয়ে গেছে। এরা হলেন- খোকন তঞ্চঙ্গ্যা এবং জীবন তঞ্চঙ্গ্যা।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, গোলাগুলির খবর পেয়েছি। তবে হতাহত এবং অপহরণের বিষয়ে কেউই অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

অপহরণ গোলাগুলি জেএসএস মগ বাহিনী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর