বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের সম্মেলন স্থলে হামলা
১০ জুন ২০২২ ২৩:১৩
গাইবান্ধা: মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় ইমাম ওলামা পরিষদের ব্যানারে বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর মিছিলটি ভারতীয় পণ্য বয়কট, বিজেপি নেত্রী নুপুর শর্মার শাস্তিসহ নানা স্লোগান দিয়ে জেলা শহর ঘোরে।
পরে শহরের কাচারী বাজার মসজিদে ফিরে সমাবেশ শুরু করলে সেখান থেকে হঠাৎ করেই কিছু তরুণ লাঠিসোটা নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে পূর্ব নির্ধারিত পৌর আওয়ামী লীগের সম্মেলন স্থলে হামলা চালায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ছিলেন না।
হামলাকারীরা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ, স্টেজ ও চেয়ার ভাঙচুর শুরু করে। তখন ডিবিসি নিউজের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের লাঠির আঘাতে ক্যামেরা ভেঙে যায়। এসময় ক্যামেরাপার্সন মোহাম্মদ সুমন মিয়াকে তারা কাঠের লাঠি দিয়ে মারপিট করে।
খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ঘটনার প্রতিবাদে মিছিল বের করে। এই ঘটনায় শহরে তীব্র উত্তেজনা দেখা দেয়।
পরে শুক্রবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ও অন্য নেতারা পৌর আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।
সারাবাংলা/এমও