Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলো জ্বলল পদ্মা সেতুর আরও ৬২ ল্যাম্পপোস্টে

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ২৩:৪৮

ঢাকা: পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে আরও ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানো হয়েছে। এর মাধ্যমে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া আপস্টিমে ৪০, নর্থ ভায়াডাক্টে ২২টিসহ মোট ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাদ্দাম হোসেন জানান, শনিবার (৪ জুন) থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বলন শুরু হয়। আজ ৬২টি বাতি জ্বালিয়ে পরীক্ষার মাধ্যমে শেষ হয় সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা। আগামী সপ্তাহে যেকোনও দিন সব কয়টিতে স্থায়ীভাবে বাতি জ্বালানো হবে।

পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি লাগানো হয়। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।

অপরদিকে, জাজিরার নাওডোবা প্রান্ত থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

৪১৫টির মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট রয়েছে। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট ও বাতি লাগানোর কাজ শেষ হয়।

সারাবাংলা/একে

পদ্মা সেতু ল্যাম্পপোস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর