Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ অসুস্থ খালেদা, মাঝ রাতে হাসপাতালে ভর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ০৯:২১ | আপডেট: ১১ জুন ২০২২ ০৯:২২

ফাইল ছবি: খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাঁকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা এ সময় হাসপাতালে ছিলেন বলে জানান শায়রুল কবির খান। পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হৃদ্‌যন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/ এজেড

খালেদা জিয়া খালেদা জিয়া অসুস্থ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর