Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাস্টিন বিবারের প্যারালাইসিস

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২ ১১:৪৩

জাস্টিন বিবার

মুখের প্যারালাইসিসে (মুখের পক্ষাঘাত) আক্রান্ত বলে জানিয়েছেন বিশ্বখ্যাত সংগীত শিল্পী জাস্টিন বিবার। চলতি সপ্তাহের অনুষ্ঠান বাতিল করার পর এ তথ্য জানালেন কানাডিয়ান এ শিল্পী। খবর বিবিসি।

২৮ বছর বয়সী এই শিল্পী এক ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন, রামসে হান্ট সিন্ড্রোমের নির্ণয়ের কারণে এ অবস্থা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন আমি এই চোখ খুলতে ও বন্ধ করতে পারছি না। আমি মুখের এই অংশ দিয়ে হাসতে পারছি না। তাই আমার মুখের এই অংশে প্যারালাইসিস হয়েছে।’

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার, ছবি: বিবিসি

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার, ছবি: বিবিসি

মুখের ডান দিকে নির্দেশ করে তিনি আরও বলেন, ‘এই ভাইরাস আমার কান ও মুখের স্নায়ুতে আক্রমণ করে। ফলে আমার মুখের প্যারালাইসিস হয়েছে।’

যখন মুখে ও কানের কাছে অসংখ্য দানা জাতীয় কোনো কিছু দেখা দেয় তাকে রামসে হান্ট সিনড্রোম বলা হয়ে থাকে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

চলতি সপ্তাহের শুরুতে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ ছিল বিবারের। যা ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। এ ঘটনায় তিনটি অনুষ্ঠান স্থগিত করা হবে ইতোমধ্যে – ঘোষণা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস

জাস্টিন বিবার টপ নিউজ মুখের প্যারালাইসিস


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর