পোশাকে উৎসে কর না বাড়ানোর দাবি বিজিএমইএর
১১ জুন ২০২২ ১১:৫৫
ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরে পোশাক শিল্পের উৎসে কর দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পের জন্য এটি অত্যন্ত দুরুহ হবে বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একইসঙ্গে আগামী ৫ বছর উৎসে কর দশমিক ৫০ শতাংশ রাখার দাবিও জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো বিজিএমইএর এক বাজেট প্রতিক্রিয়ায় এ দাবি জানানো হয়।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি) বলেন, প্রস্তাবিত বাজেটে পোশাক রফতানির ওপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পের জন্য অত্যন্ত দুরুহ হবে।
বিজিএমইএ বলছে, আমরা মনে করি, বর্তমান প্রেক্ষাপটে পোশাক শিল্পে উৎসে কর বর্তমানে যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় রাখার বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সুবিবেচনায় রাখবেন। আমাদের একান্ত অনুরোধ, রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর দশমিক ৫০ শতাংশ আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখলে শিল্পটি বর্তমান সংকটকালীন সময়ে স্বস্তিতে থাকবে।
সারাবাংলা/ইএইচটি/এএম