Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনোদিন মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ১৩:৩০

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও কাছে কোনোদিন মাথানত করিনি, জীবন ভিক্ষা চাইনি। আমি পরিবার থেকে বাবার কাছ থেকে এটি শিখছি যে- কারও কাছে, কোনো অন্যায়ের কাছে মাথানত করব না।

শনিবার (১১ জুন) দুপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জনগনই হলো আমাদের শক্তি। বিএনপির ক্ষেত্রে তাদের জন্মই হল আজন্ম পাপ। জনগণ বিএনপির শক্তি না।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌনে ১২টায় গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ফুল দিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়।

আওয়ামী লীগকে সবসময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘আমি পরিবার থেকে বাবার কাছ থেকে এটা শিখছি যে কারও কাছে কোন অন্যায়ের কাছে মাথানত করব না। দেশে ফেরার পর ৮৩ সালে আমাকে অ্যারেস্ট করা হয়। ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়। তখনও মাথা নত করিনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলন ও চাপে তত্ত্বাবধায়ক সরকার আমাকে মুক্তি দিতে বাধ্য হয়। মাত্র ১৫ দিনে আমার মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়, এটিই আওয়ামী লীগ। যে কোনো সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক থাকেন। এটি বাবার সময়েও দেখেছি।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘তোমরা মিথ্যাচার করো, আর আমরা কাজ করে জবাব দেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের কারামুক্তি দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর