Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনে কথা বলতে বলতে লাইন পার, প্রাণ গেল ট্রেনে কাটা পড়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ১৩:৪২

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশনে মোবাইল ফোনে কথা বলতে বলতে লাইন পার হবার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. লিটন (৪০)।

শনিবার (১১ জুন) সকাল ১১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। মৃত লিটন উপজেলার চরটেংরাইল গ্রামের মৃত শামছুল হক মাস্টারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার (দায়িত্বপ্রাপ্ত) প্রভাত কুমার দাস জানান, নিহত লিটন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বলেন, ট্রেনে কাটা পড়ে লিটন নামে একজনের মৃত্যু হয়েছে। সেখানে জিআরপি থানার একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

কামারখন্দ উপজেলা ট্রেনে কাটা পড়ে মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর