Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারপিট, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ১৮:২২

বগুড়া: জেলার শিবগঞ্জে পল্লিবিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের মারপিটে এক জন নিহত এবং এক জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়েরপুকুর বন্দরে এ ঘটনা ঘটে।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে মারপিটে পিরব পল্লিবিদ্যুৎ অফিসের অফিস সহকারী আব্দুল হান্নান (৪২) জনগণের মারপিটে গুরুতর আহত হলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হান্নান বগুড়া জেলার শাহজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের পুত্র। এ ঘটনায় পিরব সাব জোনাল অফিসের এজিএম রফিকুজ্জামানও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভাইয়েরপুকুর বন্দরের রেজাউলের বাড়ির সামনে স্থানীয়দের মারপিটের শিকার হয় পল্লিবিদ্যুৎ সমিতির ঐ কর্মকর্তা ও কর্মচারী।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর