Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ১৯:৪৮

নেত্রকোনা: কেন্দুয়ায় পুকুর থেকে স্বর্ণা আক্তার (১১) স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে স্কুল ফিরে বাড়ির সামনে পুকুর গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত স্বর্ণা আক্তার উপজেলার সান্দিকোনা ইউনিয়নে হরিগাতি মাইজহাটি গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে।

পরিবার সূত্র জানায়, নিহত স্বর্ণা আক্তার স্থানীয় বেলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তেন। দুইটার দিকে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বর্ণার মৃত্যুতে এলাকায় শোকের আবহ, পরিবারে চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন

স্বর্ণার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানা পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

কিশোরীর মরদেহ নেত্রকোনা পুকুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর