Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনের মেয়ে পাখির মঞ্চায়ন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ২০:০৮

ঢাকা: শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হলো জাতীয় কবি নজরুল ইসলাম রচিত পালা নাটক ‘বনের মেয়ে পাখি’। নাটকটি সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন করে ‘বাঁশরী রেপার্টরি থিয়েটার’।

নাটকটিতে অভিনয় করেন কামরুল হাসান, শামীমা শওকত লাভলী, ফজলে রাব্বি, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, রেজওয়ান পারভেজ, নুসরাত রেজা খান, তাজউদ্দিন তাজু, শারমিন হায়াত্ দিপা, ফিরোজ আল মামুন, রুহুল আমিন, মাজহারুল জুয়েল, সাজ্জাদ সাজু, শিমুল চন্দ্র মিস্ত্রি, সালমান রাজ খান, নূরজাহান আক্তার, পাপ্পু ও রুবাইয়া তাসমিন মেধা।

বিজ্ঞাপন

নাটকটির গল্পে দেখা যায়, রায়গড়ের পাহাড় ও জঙ্গালাকীর্ণ পথে বাঘের আনাগোনা প্রবল। এমন এক পথে পালকিবাহী বেহাড়া দল বাঘের আক্রমণের শিকার হয়। পালকি রেখে তারা জানের মায়ায় ছুটে চলে দিকবিদিক। পালকীর অভ্যন্তরে নারী কণ্ঠের আর্তনাদে ছুটে আসে সাপুড়ে ভগুলাল। বাঘের সঙ্গে লড়াই করে উদ্ধার করে এক শিশুকন্যা, কিন্তু শিশুটির মাকে বাঁচাতে পারে না ভগুলাল। শিশুটিকে বুকে আগলে তাকে বড় করার দায়িত্ব নেয় বাঘা ভগুলাল। তার নাম রাখে পাখি, বনের মেয়ে পাখি। সর্পদেবী মনসার কৃপায় পাখি পেয়ে যায় যে কোনো ব্যাধি সারাবার ক্ষমতা আর পেয়ে যায় তার জীবন সাথী সুজনকে। মনসার বরে প্রাপ্ত ক্ষমতা পাখিকে নিয়ে চলে তার হারানো পরিচয় পুনরুদ্ধারের পথে।

তে পাখি (শিশু) চরিত্রে মাঈশা নাওয়ার দ্যূতি ও পরিণত পাখি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত রেজা খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হাসান, শামীমা শওকত লাভলী, ফজলে রাব্বি, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, রেজওয়ান পারভেজ, তাজউদ্দিন তাজু/জুবায়ের জাহিদ, শারমিন হায়াত দীপা, ফিরোজ আল মামুন, রুহুল আমিন, মাজহারুল জুয়েল, সাজ্জাদ সাজু, আব্দুল আলীম, শিমুল চন্দ্র মিস্ত্রি, নূরজাহান আক্তার, পাপ্পু, শাহরান খান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কাজী নজরুল ইসলাম বনের মেয়ে পাখি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর