সিলেট: পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, রাষ্ট্রনায়ক শেষ হাসিনার নেতৃত্বের ছোঁয়ায় প্রয়াত আবুল মাল আবদুল মুহিত আলোকিত হয়েছিলেন। তার হাত ধরে দেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।
শনিবার (১১ জুন) সন্ধ্যায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত নাগরিক উদ্যোগে আবুল মাল আবদুল মুহিত স্মরণসভায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৎ, একনিষ্ঠা ও একাগ্রতার কারণে আবুল মাল আবদুল মুহিত ব্যক্তি, রাষ্ট্র ও রাজনৈতিক ক্ষেত্রে সফল হয়েছেন।’
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মান্নান বলেন, ‘সিলেট ধ্যানে-জ্ঞানে থাকলেও প্রয়াত মুহিতের কাছে প্রাধান্য ছিলো গোটা দেশের উন্নয়ন।’
অনুষ্টানে আবুল মাল আবদুল মুহিতের পরিবারের সদস্যরা ছাড়াও সংসদ সদস্য এবং সিলেটের সুধীজনেরাও বক্তব্য রাখেন।