জাবি অধ্যাপকের সন্তান নিখোঁজ
১১ জুন ২০২২ ২১:১১
জাবি: নিখোঁজ সন্তানের সন্ধান চেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম সাদ। গত ৯ জুন তার ছেলে শামসুল আরেফিন সাদ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
শনিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম সাদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিখোঁজ শামসুল আরেফিন সাদ সাভার সেনা পাবলিক স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বয়স ১৫ বছর ও উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সে গত ৯ জুন সকাল সাড়ে ছয়টায় স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
অধ্যাপক এ এইচ এম সাদ বলেন, গত ৯ জুন শামসুল আরেফিন সাদের স্কুলে পরীক্ষা ছিল। ফলে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। তবে ছুটির পরও বাড়ি না ফিরে আসায় স্কুলে খোঁজ নিয়েছিলাম। তখন জানতে পারি, সাদ পরীক্ষায় অংশ নেয়নি।
তিনি আরও বলেন, ‘সন্তানকে খুঁজে পেতে সাভারের আশুলিয়া থানায় একটি জিডি করেছি। এছাড়া কেউ আমার ছেলের সন্ধান পেলে ০১৮২২-৯২৪৬৯০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘অধ্যাপক এ এইচ এম সাদ সন্তানের নিখোঁজের ব্যাপারে জিডি করেছেন। আমরা আইন অনুযায়ী তার সন্তানকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
সারাবাংলা/এমও