Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবিরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: কবিরহাট উপজেলায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূ রুপালী বেগম (২০) উপজেলার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মনির চৌকিদারের বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। শনিবার রাত ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) রক্তমাখা ছোরাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের বাবুল মেম্বারের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৩ মাস আগে পারিবারিকভাবে রুবেলের সঙ্গে বিয়ে হয় রুপালী বেগমের। বিয়ের পর থেকেই পরকীয়ার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়।

সারাবাংলা/এএম

গলা কেটে ছুরিকাঘাত জবাই টপ নিউজ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর