Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষা হবে আগের দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১২:৫৯

ফাইল ছবি: ডা. দীপু মনি

ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা (ইংরেজি দ্বিতীয় পত্র) ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রকাশিত রুটিন অনুযায়ী ওই দিন সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের দাখিলের বাংলা দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি আগের দিন অর্থাৎ ২৪ জুন আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘শুধু একটি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ পরে প্রবেশ করে তবে গেটে রেজিস্ট্রার খাতায় দেরির কারণ উল্লেখ করে ভেতরে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে।’

দীপু মনি বলেন, ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টার বদলে দুই ঘণ্টা (এমসিকিউ ২০ মিনিট ও সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট) করা হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে এ পরীক্ষা ফল প্রকাশ করা হবে।

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। সেতুর উদ্বোধন উপলক্ষে ১০ লাখ লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।

আরও পড়ুন
পদ্মা সেতু নিঃসন্দেহে বিরাট অর্জন— সংসদে হারুন
পদ্মা সেতুর টোল ব্যবস্হাপনায় যমুনা ব্যাংক
সংসদে ধন্যবাদ প্রস্তাবে আলোচনা: পদ্মা সেতু শক্তিমত্তার প্রতীক
পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা পাবেন নানা উপহার
সায়দাবাদ থেকে পদ্মা সেতু হয়ে ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ
পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা জনসমুদ্রে পরিণত হবে: নানক
‘পদ্মা সেতুর অর্থ দিয়ে অনেক জনকল্যাণমূলক কাজ করা যেত’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/একে

আওয়ামী লীগ পদ্মা সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর