Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৪:০৬

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে শামীম ইস্কান্দারের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আপিল বিভাগ বলেছেন, ‘এই মামলা বিচারিক আদালত আমলে নেওয়ার পর আসামি চাইলে উচ্চ আদালতে আসতে পারবেন।’

আদালতে শামীম ইস্কান্দারের পক্ষে ছিলেন করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক।

এর আগে, গত সপ্তাহে শামীম ইস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বাতিলের আবেদনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এরপর শামীম ইস্কান্দারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পরে তা আপিল বিভাগেও বহাল থাকে।

পরবর্তীতে ২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে শামীম ইস্কান্দার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপর এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেন শামীম ইস্কান্দার।

আজ শুনানি শেষে দুদকের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন শামীম ইস্কান্দার

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর