Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলালের বিদেশ যাত্রায় বাধা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৫:১৯

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মেডিকেল চেকআপের জন্য তিনি ভারত যাচ্ছিলেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে- রোববার (১২ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে তাকে কোনো কারণ না দেখিয়েই আটকে দেওয়া হয়।

পরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন, ‘হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হয়নি। আমি খুবই অসুস্থ— এ কথা জানানোর পরও উপরের নির্দেশ আছে জানিয়ে আমাকে তারা যেতে দেননি। কেন যেতে দেওয়া হবে না— ইমিগ্রেশন থেকে কোনো কারণও বলা হয়নি, কোনো লিখিত কাগজও দেওয়া হয়নি। বরং আমি সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে।’

গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে ডিসেম্বরে দেশে ফেরেন আলাল। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ সকালে ভারতে যাওয়ার কথা ছিল তার।

সারাবাংলা/এজেড/একে

আলাল টপ নিউজ বিদেশ যেতে বাধা বিমানবন্দরের ইমিগ্রেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর