Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৬:১৪

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় একটি ফার্নিচার তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম রেজা (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) বেলা ১২টার দিকে সতীশ সরকার রোড ১০০ কাঠা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।

সেলিমের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। বাবার নাম তৈমুর আলী। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিল সে।

সেলিমের সহকর্মী মোহাম্মদ মোস্তফা জানান, কারখানাটিতে এক বছর যাবত নকশা তৈরির কাজ করতো সেলিম। থাকতো কারখানাতেই। আজ কারখানার বৈদ্যুতিক পাখা বিকল হয়েছিল। সেজন্য সে নিজেই বিদ্যুৎ সংযোগ মেরামত করছিল। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফ্লোরে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কারখানা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর