Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কারাগারে ১৮৫০ বাংলাদেশি বন্দি: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৮:৫৩ | আপডেট: ১২ জুন ২০২২ ১৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে ১ হাজার ৮৫০ জন বাংলাদেশি নাগরিক আটক বা বন্দি রয়েছেন। এর মধ্যে অধিকাংশই পদ্ধতিগত কারণে অনিয়মিত অবস্থানের দায়ে অভিযুক্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোববার (১২ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে ভারতের সীমানা বিদ্যমান। সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক মেলবন্ধন, অর্থনৈতিক আকাঙ্ক্ষার মতো বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত রয়েছে। এরকম বিভিন্ন সময়ে যাতায়াতের সূত্র ধরেই অনেকে অনিয়মিত অবস্থানের কারণে ভারতে আটকে পড়েন।

বিজ্ঞাপন

ড. মোমেন বলেন, কোন সূত্রে খবর পেলে ভারতে বাংলাদেশের মিশনগুলো খবর যাচাই করে কারাগারে আটক বাংলাদেশির বিষয়ে নিশ্চিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে থাকে। মিশনগুলো ভারতের সংশ্লিষ্ট কারাগার, পুলিশ স্টেশন/থানা, হাত ও ডিপোর্টেশন সেন্টার নিয়মিত পরিদর্শন করে থাকে এবং সেখানে আটক বাংলাদেশি নাগরিকদের আটকের কারণ উদ্ঘাটন, আইনি সহায়তা প্রদান, জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকে।

মন্ত্রী বলেন, আটক বিচারাধীন আসামিদের মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয়, তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়াসহ সাজাপ্রাপ্তরা যেন সাজার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তি পায়, তার ব্যবস্থাও নিয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করে তাদের মুক্ত করে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে নারী ও শিশু পাচার রোধ, উদ্ধার ও পুনর্বাসন (জজজও) সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার মাধ্যমে ভারতে আটককৃত পাচারের শিকার নারী ও শিশুদের স্বদেশ প্রত্যাবাসন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংসদে মন্ত্রী আরও জানান, বর্তমানে মিয়ানমারে বাংলাদেশি হিসেবে বিবেচিত মোট ৬৩ জন আটক রয়েছেন, যারা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন। তাদের সাজার মেয়াদ শেষ হলে ফিরিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশি মৎস্যজীবীদের অনেকেরই প্রতিকূল আবহাওয়া, নৌ ও সমুদ্রসীমা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা, মাছধরার নৌকায় নেভিগেশনের ব্যাবস্থা না থাকাসহ অন্যান্য কারণে মিয়ানমারের সমুদ্রসীমায় প্রবেশ করে এবং মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনীর হাতে আটক হয়।

মন্ত্রী বলেন, মিয়ানমারে আটক ৬৩ জনের মধ্যে ১০ জনের বাংলাদেশি নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের নাগরিকত্ব নিশ্চিত করার প্রক্রিয়া চলমান। মিয়ানমারে বন্দি বা কারাভোগরত বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সক্রিয়। দেশের সীমান্ত রক্ষাবাহিনীর মাঝে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার থেকে কারামুক্ত বাংলাদেশিদের প্রত্যাবাসনে ব্যাবস্থা করা হয়।

এর আগে, গত ২৩ মার্চ অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ৪১ জন এবং ১ জুন একইভাবে চার কারামুক্ত বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশি বন্দি ভারতের কারাগারে বন্দি মিয়ানমারে বন্দি বাংলাদেশি সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর