Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ২০:১৬

প্রতীকী ছবি

বাগেরহাট: কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সোহরাব হাওলাদার (৬২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (১২ জুন) দুপুরে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে। দুর্ঘটানায় আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মোটরসাইকেল চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেল ও ভ্যানটি জব্দ করা হয়েছে।’

সারাবাংলা/এমও

বাগেরহাট ভ্যানচালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর