Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বব্যাংক প্রেসিডেন্ট-ইউনূস-খালেদাকে আমন্ত্রণ জানানো হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ২১:৪০

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনের আমন্ত্রণপত্র ছাপার কাজ শেষ হয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ড. ইউনূস, খালেদা জিয়াসহ সবাইকে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

রোববার (১২ জুন) বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সাংবাদিকদের নিয়ে পদ্মা বহুমুখী সেতু পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন। আগামী ২৫ জুন আকাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন ২৬ জুন সকাল ছয়টা থেকে সেতু দিয়ে গাড়ি চলাচল করতে পারবে বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সংসদে বলেছিলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব। সেদিন অনেকে প্রশ্ন তুলেছিলেন, কিভাবে সম্ভব? যত সমালোচনা হয়েছে, আমাদের মনোবল তত দৃঢ় হয়েছে। বিশ্বব্যাংক পরে বলেছে, আমাদের ভুল হয়েছে। সব ক্রেডিট শেখ হাসিনার।’

এদিকে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, ‘পদ্মা সেতুর টোল আদায় ব্যবস্থাপনা শুরুর দিকে স্বয়ংক্রিয় হচ্ছে না। প্রথমে ম্যানুয়ালি টোল আদায় ব্যবস্থা চলবে। আর অটোমেশনের জন্য অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে। অবশ্য ছয় মাস পরে অটোমেশন হলেও সেটা হবে আংশিক।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘টোল আদায়ে ম্যানুয়াল ও অটোমেশন দুই পদ্ধতিই চলবে। প্রথমে একটি কাউন্টারে অটোমেশন হবে। পর্যায়ক্রমে অন্যগুলোতে করা হবে। তবে আমরা শুরুতে অটোমেশনে যাচ্ছি না। টোল আদায়ের যারা দায়িত্ব পেয়েছেন, তাদের ছয় মাস লাগবে। এরপর তারা একটি কাউন্টারে অটোমেশন চালু করবে। ম্যানুয়াল পদ্ধতিতে নগদ টাকা প্রদান এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টোল প্রদান করা যাবে।’

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন টোল প্রদানের মাধ্যমে যানবাহন সেতু পার হতে পারবে।’ সেতুর নির্মাণ খরচ সরকারের কাছ থেকে লোন নিয়ে করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘৩০ বছরে সেতু বিভাগ সরকারকে ৩৬ হাজার কোটি টাকা দেবে। এছাড়া নদী শাসনসহ সেতুর মেনটেইন খরচ রয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এম এম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান এবং নাহিম রাজ্জাক এমপি প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের খালোদা জিয়া ড. ইউনূস পদ্মা সেতুর উদ্বোধন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর