।। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ।।
কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীদের হয়রানী এবং কয়েকজনকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের নামে হল প্রাধ্যক্ষের কক্ষে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখারও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এসব অভিযোগ উঠে। হল সূত্রে জানা যায়, হল প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের তার কক্ষে ডেকে নানা রকম হয়রানিমূলক কথা, অভিভাবকদের ফোন দিয়ে হয়রানি, ফোন জব্দ করাসহ কয়েকজন শিক্ষার্থীকে অভিভাবক ডেকে রাতে হল থেকে বের করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের একজন শিক্ষার্থী জানান, ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশাকে হেনস্তার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন শিক্ষার্থীকে অভিভাবক ডেকে হল থেকে বের করে দিয়েছে।
এ বিষয়ে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষক আফরোজা বুলবুল বলেন, হল থেকে ছাত্রীদের বের করার অভিযোগ সত্য নয়। এমনকি কারও সিটও বাতিল করা হচ্ছে না। কয়েকজন শিক্ষার্থীকে তাদের স্থানীয় অভিভাবকের কাছে পাঠানো হয়েছে। তবে কি কারণে পাঠানো হয়েছে তা নিয়ে তিনি কথা বলতে চাননি।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রেজওয়ানা চৌধুরীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ হয়রানির অভিযোগ সত্য নয়, এসব গুজব। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি দুষ্টচক্র এসব ছড়াচ্ছে। আর হল প্রশাসন তাদের প্রয়োজনে শিক্ষার্থীদের ডেকে কথা বলতেই পারে।’
সারাবাংলা/টিএম
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রী হলে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রী বহিষ্কার
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook