Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ হচ্ছে বুধবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ জুন ২০২২ ১৩:০৩

ওয়েব ব্রাউজিং ইঞ্জিন ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। বুধবার (১৫ জুন) থেকে এই ঘোষণা কার্যকর হবে। ১৯৯৫ সালে যাত্রা শুরু করে আইকনিক এই ব্রাউজার। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে এর ২৭ বছরের অভিযাত্রা।

মাইক্রোসফট তাদের ব্লগে পোস্টে জানায়, ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যত ‘মাইক্রোসফট এজ’। এজ ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরারের তুলনায় দ্রুতগতির, আরও নিরাপদ এবং আরও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দিচ্ছে।

বিজ্ঞাপন

১৯৯৫ সালে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসেবে লঞ্চ হয়েছিল ইন্টারনেট এক্সপ্লোরার। প্রথমে অ্যাড অন প্যাকেজ হিসাবে লঞ্চ হলেও পরে বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয় মাইক্রোসফট।

২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছায় ইন্টারনেট এক্সপ্লোরার। তখন বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশই ধরে রেখেছিল এক্সপ্লোরার। যদিও প্রতিযোগিতার বাজারে একের পর এক নতুন ব্রাউজার আসায় ধীরে ধীরে আইকনিক ব্রাউজারের জনপ্রিয়তা কমতে শুরু করে।

২০১৬ সালেই ব্রাউজারটির ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। তখন মাইক্রোসফট এজ নামের নতুন একটি ব্রাউজার বাজারে আনে। এরপর থেকে নতুন ব্রাউজারের ওপরে মনোনিবেশ শুরু করে মার্কিন প্রতিষ্ঠানটি। মূলত ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত তখনই নিয়েছিল প্রতিষ্ঠানটি।

২০২০ সাল থেকে পর্যায়ক্রমে বন্ধ হতে থাকে এক্সপ্লোরারের সার্ভিস। ২০২০ সালের নভেম্বর মাসে মাইক্রোসফট টিম থেকে বন্ধ করা হয় ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট। ২০২১ সালের আগস্ট মাসে মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ১৫ জুন থেকে সার্ভিসটি সব রকমের ফিচার পুরোপুরি বন্ধ করে দেবে।

এদিকে, মাইক্রোসফট এজের মধ্যেই থাকবে ইন্টারনেট এক্সপ্লোরারের মুড। ফলে সব লেগাসি ওয়েবসাইট সরাসরি এজ ব্রাউজার ব্যবহার করে খোলা যাবে।

সারাবাংলা/একেএম

ইন্টারনেট এক্সপ্লোরার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর