‘নুরুর কর্মী’ হওয়ায় চবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর
১৩ জুন ২০২২ ১৮:০১
চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগ ও প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার অভিযোগে এক ছাত্রকে মারধর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার তামজীদ উদ্দিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী সাহিল কবির বলেন, ‘প্রায় সময় সে (তামজীদ) ছাত্রলীগ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় । আমরা তাকে সতর্ক করি। তারপরও সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আজ (সোমবার) কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। সে ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরুর কর্মী। আমরা তাকে প্রক্টর অফিসে দিয়েছি।’
সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ‘কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে শিবির সন্দেহ আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা তাকে পুলিশের কাছে দিয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, ‘আমাদের কাছে তাকে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’
সারাবাংলা/সিসি/এমও