বিচার চলল ১২ বছর, কৃষক হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন
১৩ জুন ২০২২ ১৮:২২
বগুড়া: জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যার দায়ে বগুড়ায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা বিচারকের সামনে উপস্থিত ছিলেন। ১২ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো।
সোমবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন।
রায়ের পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়া এলাকার বাসিন্দা নবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।
২০১০ সালের ২৫ মার্চ বিকেলে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই এলাকার কোকিল নামের অন্য এক কৃষককে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় নিহতের বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
সারাবাংলা/এমও