Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২৩:৪১

ঢাকা: রাজধানীর জুরাইনের একটি বাসায় বিদ্যুৎপৃষ্টে ইয়াসিন হাওলাদার (১১) নামের শিশু মারা গেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে জুরাইন মেডিকেল রোডের বাসায় ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন ঝালকাঠি জেলার নলছিটি থানার মালিপুর গ্রামের আলম হাওলাদারের ছেলে। সে জুরাইন মেডিকেল রোডে টিনশেড বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।

ইয়াসিনের মা নাদিয়া আক্তার বলেন, ‘ইয়াসিন জুরাইনে একটি কয়েল কারখানায় কাচ কারতো। আজ সারাদিন বাসায়ই ছিল। ইয়াসিনের বাবা আলম ভ্যান চালায়। সে নিজে একটি কারখানায় কাজ করে।’

নাদিয়া আক্তার আরও বলেন, ‘রাতে রান্না করছিলাম। হঠাৎ ঘরে গিয়ে দেখি ইয়াসিন কিছু বিদ্যুতের তারসহ অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার কপাল ঝলসানো ছিল। পরে প্রতিবেশীদের মাধ্যমে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সে মারা যায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

জুরাইন বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর