Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষ গবেষণা অনুদান পেলেন শেকৃবি’র তরুণ গবেষক

শেকৃবি করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২২:০১

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় ‘Development Research on Mujib Centenary’ ২০২১-২২ অর্থবছরে সারাদেশ থেকে মনোনীত আট গবেষকের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন তরুণ গবেষক ড. মো. রাশেদুল ইসলাম।

‘দুগ্ধ খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণিজ সম্পদে সরকারের স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য অর্জনে সহায়তাকরণ’ গবেষণা প্রকল্পের আওতায় এ অনুদানের জন্য মনোনীত হয়েছেন তিনি।

সোমবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) আয়োজিত শিক্ষা খাতে উচ্চাতর গবেষণা সহায়তা কর্মসূচির চেক প্রদান বিষয়ক কর্মশালায় ড. মো. রাশেদুল ইসলাম  প্রথম অর্থবছরের চেক গ্রহণ করেন। গবেষকদের গবেষণার লক্ষ্যে দুই বছরের জন্য এ অনুদান দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, ব্যানবেইস মহাপরিচালক হাবিবুর রহমানসহ অন্যরা।

ড. মো. রাশেদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রয়াসে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। গবেষণার প্রায়োগিক দিক ভবিষৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে চাই।

ড. রাশেদুল বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

সারাবাংলা/টিআর

ড. মো. রাশেদুল ইসলাম মুজিববর্ষ গবেষণা অনুদান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর