Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারমার্স ব্যাংকের ৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২২ ১৭:২৭

ঢাকা: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিটে আরও রয়েছেন: মেসার্স রোজবার্গ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হজরত আলী, একই সংস্থার পরিচালক মো. দেলোয়ার হোসেন, দি ফারমার্স ব্যাংক লিমিটেডের শেরপুর শাখার প্রধান ও সাবেক এক্সিকিউটিভ অফিসার উত্তম বড়ুয়া, ফারমার্স ব্যাংক প্রধান শাখার সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এম শামীম ও সিটি সার্ভে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. খায়রুল আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহাবুব হোসেন।

তিনি বলেন, আসামিরা অবৈধ প্রভাব খাটিয়ে ৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন। যার স্থিতি বর্তমানে ৬৯ কোটি ৫৮ লাখ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। একইসঙ্গে, ঋণ বিতরণের সময় ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।

সারাবাংলা/এসজে/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর