Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনশুমারিতে তথ্য সহযোগিতা করুন: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৫:৩৮

ঢাকা: জনশুমারি ও গৃহগণণা ২০২২ সফল করতে দেশের জনগণকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। তিনি বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনার জন্য সঠিক তথ্যের বিকল্প নেই। জনগণের একটু সহযোগিতায় দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

বুধবার (১৫ জুন) জনশুমারির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁও-এর পরিসংখ্যান ভবনে র‍্যালির আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন ড.শামসুল আলম।

সকালে পরিসংখ্যান ভবন থেকে বেরিয়ে র‌্যালিটি আগারগাঁও এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিসংখ্যান ভবনে এসে শেষ হয়। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা কারও আয় ব্যয়ের তথ্য নিয়ে কর বাড়ানোর কাজ করব না। আমরা দেশের দারিদ্র্যতা, মোট জনসংখ্যা, মানুষের আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদি নানা ধরনের তথ্য সংগ্রহ করব। আগামী ২১ জুন শেষ হবে এই গণনার কাজ। তারপরই তথ্য
প্রক্রিয়াকরণ শেষে দ্রুতই প্রাথমিক ফলাফল দেওয়া হবে। আমরা চাই দেশের জনগণের অংশগ্রহণে বৃহত্তর এ কার্যক্রম সফল হোক।

র‌্যালিতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা বিভাগের সচিব ড.শাহনাজ আরেফিন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেজে/আইই

জনশুমারি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর