Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনের কেউ যেন ভোটের পরিবেশ নষ্ট না করেন: বাহার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৬:১২

ফাইল ছবি

কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, সারা কুমিল্লা আজ উৎসবমুখর। প্রশাসনের প্রতি আহ্বান উৎসবমুখর এ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করুন। মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি— অতি উৎসাহী কোনো কর্মকর্তারা যেন ভোটের পরিবেশ নষ্ট না করেন।

বুধবার (১৫ জুন) সকালে রানীর দীঘির পারের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য।

বিজ্ঞাপন

ভোট দিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘প্রশাসনের প্রতি অনুরোধ তারা যেন অকারণে কাউকে হেনস্থা না করেন। এখন পর্যন্ত যেভাবে সবকিছু চলছে সেই পরিবেশ বজায় রাখা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমি ৮৪ সাল থেকে যত নির্বাচন করেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত নিয়ে যেতে কষ্ট হয়েছে। এবারও একই অবস্থা দেখছি। কুমিল্লার মানুষ আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘নৌকা জাতির একটা প্রত্যাশার জায়গা। নৌকা ছাড়া ২০৪১ সালের শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়। তাই বলি- যেখানে নৌকা সেখানে ভোট, শেখ হাসিনা সফল হোক।’

এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৯টিকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে প্রশাসন ও নির্বাচন কমিশন। এর মধ্যে সদর দক্ষিণে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের ৩২টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ছিল। এই কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়।

প্রসঙ্গত, কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবার কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। এই সিটি করপোরেশনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

সারাবাংলা/এসবি/পিটিএম

আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি কুমিল্লা-৬ কুসিক নির্বাচন টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর