Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ ভোট’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৬:১৮

কুমিল্লা থেকে: নির্বাচন কমিশনের দেওয়া সময়সূচি অনুযায়ী বিকেল ৪টায় শেষ হওয়ার কথা কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচন। তবে ঘড়ির কাঁটায় বিকেল চারটা বাজলেও এখন পর্যন্ত নগরীর অধিকাংশ কেন্দ্রে দেখে গেছে ভোটারদের লাইন। নির্বাচন কমিশন বলছে, যতক্ষণ কেন্দ্রে ভোটার থাকবে ততক্ষণ ভোট নেওয়া হবে।

বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের শেষ ভাগে দেখা গেছে, বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। এ সময় ভোটাররা ভোট দেওয়ার জন্য যাচ্ছেন কেন্দ্রে। প্রার্থীরাও তাদের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে কথা বলছেন ভোটারদের সঙ্গে।

বিজ্ঞাপন

সরেজমিনে কেন্দ্রের সীমানার বাইরে দেখা যায়, প্রার্থীদের কর্মীরা এখনো ভোটারদের নিয়ে আসছেন। বিকেল তিনটার দিকে অল্পমাত্রায় বৃষ্টি হলেও পরবর্তী সময়ে তা থেমে যায়। তবে এই বৃষ্টি দমাতে পারেনি ভোটারদের।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার বাবুল মিয়া সারাবাংলাকে বলেন, ‘এতটা নিরাপত্তা দিয়ে এত সুন্দর ভোট হবে এমনটা মোটেও ভাবি নাই। সব মিলে চমৎকার ভোট হয়েছে।’

এদিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় কুসিকের ১০৫টি কেন্দ্রে। এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দুপুর পর্যন্ত পরিস্থিতি জানতে চাইলে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত সারাবাংলাকে বলেন, ‘নির্বাচন এখন পর্যন্ত খুবই ভালো হয়েছে। জয়ের বিষয়ে তাই আমি আশাবাদী। ভোটাররা জানে নৌকা মার্কা মানেই উন্নয়নের নিশ্চয়তা।’

বিজ্ঞাপন

নগরীর তেলিকোনার কেন্দ্র ঘুরে সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জয়ের বিষয়ে তিনিও আশাবাদী বলে জানান। তবে ইভিএমে ভোট গ্রহণ প্রক্রিয়া ধীরে হচ্ছে বলেও অভিযোগ তার।

আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার জয়ের বিষয়ে আশাবাদী বলে জানান। তিনি সারাবাংলাকে বলেন, ‘ভোটের এখন পর্যন্ত যে পরিবেশ তাতে আমি আশাবাদী। কারণ কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। আর তাই আমাকে সবাই ভোট দিবে।’

এদিন শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত কান্দিরপাড় ছাড়াও নগরীর মোগলটুলী, চর্থাসহ একাধিক এলাকায় দেখা যায় ভোটারদের পায়ে হেঁটে ভোটকেন্দ্রে যাওয়ার দৃশ্য। বৃষ্টিতে কিছুটা ভাটা পড়লেও বেলা বেড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা।

প্রসঙ্গত, কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। এই সিটি করপোরেশনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

সারাবাংলা/এসবি/পিটিএম

কুসিক নির্বাচন টপ নিউজ ভোট লাইন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর