Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিতে ১০ বছরে ৭২ হাজার ১৭৩ কোটি টাকা ভর্তুকি: কৃষিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে গত ১০ বছরে (২০১১-২০২১) মোট ৭২ হাজার ১৭২ কোটি ৭৬ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এমপি দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। এ দিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।

কৃষিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ৬ হাজার ৯৯২ কোটি ৬৯ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১১ হাজার ৯৯৩ কোটি ৪৭ লাখ, ২০১৩-১৪ অর্থবছরে ৮ হাজার ৯৬১ কোটি ৯৫ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৭ হাজার ৯৫ কোটি ২ লাখ, ২০১৫-১৬ তে ৬ হাজার ৪১৮ কোটি ২৩ লাখ, ২০১৬-১৭ তে ৩ হাজার ৪৭০ কোটি ৯৪ লাখ, ২০১৭-১৮ তে ৫ হাজার ৫৪ কোটি ২৪ লাখ, ২০১৮-১৯ এ ৭ হাজার ৬৮৩ কোটি ৬১ লাখ, ২০১৯-২০ এ ৬ হাজার ৮৭৫ কোটি ৫৯ লাখ এবং ২০২০-২১ অর্থবছরে ৭ হাজার ৬২৭ কোটি ২ লাখ টাকা কৃষি খাতে ভর্তুতি হিসেবে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর