Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশন বৃহস্পতিবার

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২২:৫৮

ঢাকা: আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। দুপুর তিনটা থেকে শুরু হবে এবারের বার্ষিক অধিবেশন।

বুধবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ দফতর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (১৬ জুন) বৃহস্পতিবার দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন সিনেট চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের এ বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। এ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৯২২ কোটি ৪৮ লাখ টাকা। গত অর্থবছরে যা ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা।

সারাবাংলা/আরআইআর/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি সিনেট অধিবেশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর