Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার করোনা আক্রান্ত ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২ ০৮:৪৫

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং দেশটির করোনা মোকাবিলায় গঠিত প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্সের প্রধান অ্যান্থনি ফাউচি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৫ জুন) অ্যান্টিজেন টেস্টে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

মার্কিন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ফাউচি মৃদু উপসর্গ নিয়ে আক্রান্ত। তার বয়স এখন ৮১ বছর। জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা তিনি। ফাউচি প্রথম দুই ডোজ করোনা ভ্যাকসিন এবং দুটি বুস্টার ডোজ নিয়েছেন। সম্প্রতি তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি।

এখন তিনি বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন। করোনা নেগেটিভ হওয়ার পর আবার এনআইএইচে সশরীরে কাজে ফিরবেন।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সময় উদ্বিগ্ন মানুষের কাছে বিশ্বাসযোগ্য তথ্যের উৎস ওঠেন ফাউচি। গণমাধ্যমের সামনে তার শান্ত ও অধ্যাপকের মতো পরামর্শে মানুষের উদ্বেগ কিছুটা কমতে শুরু করে।

সারাবাংলা/একেএম

অ্যান্থনি ফাউচি করোনা আক্রান্ত

বিজ্ঞাপন

বন্ধ ১২ পোশাক কারখানা
১৯ নভেম্বর ২০২৪ ১৪:১৩

আরো

সম্পর্কিত খবর