Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষ্ণসাগরে সংকট: ফের মধ্যস্থতায় তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২ ১০:৫৩

এখনো অবরুদ্ধ কৃষ্ণসাগর। হাজার হাজার টন খাদ্যশস্য নিয়ে আটকে আছে বহু জাহাজ। মূলত দুইটি কারণে জাহাজগুলো কৃষ্ণসাগর দিয়ে যেতে পারছে না। এক, রাশিয়ার অবরোধ এবং দুই, ইউক্রেনের মাইন।

রাশিয়ার দাবি, সমুদ্রে মাইন ছড়িয়ে রেখেছে ইউক্রেন। সে কারণেই তারা ওই পথ অবরোধ করে রেখেছে। কিন্তু এর ফলে খাদ্য সংকট শুরু হয়েছে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে ফের বৈঠকে বসতে চায় তুরস্ক। এর আগে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে তুরস্ক। কিন্তু সমাধানসূত্র মেলেনি। এবার জাতিসংঘকেও সঙ্গে রাখতে চাইছে তারা।

বিজ্ঞাপন

কৃষ্ণসাগরের ইউক্রেন বন্দর থেকে খাদ্যশস্য কীভাবে বের করা যায়, তা নিয়ে জাতিসংঘ একটি পরিকল্পনা তৈরি করেছে বলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ছেন। সেই পরিকল্পনা নিয়েই ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

প্রসঙ্গত, এর আগেও কৃষ্ণসাগরের সংকট নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল তুরস্ক।

সারাবাংলা/একেএম

ইউক্রেন কৃষ্ণসাগর তুরস্ক রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর