‘ডাকাত সরকারের অধীনে কোনো পদ্ধতিতেই নির্বাচন সম্ভব নয়’
১৬ জুন ২০২২ ১৭:৫৩
ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন অবৈধ ভোট ডাকাত সরকারের অধীনে ব্যালট কিংবা ইভিএম কোনো পদ্ধতিতেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই সরকার দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’
বৃহস্পতিবার (১৬ জুন) এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
মাহামুদুর রহমান মান্না বলেন, ‘দেশের হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য দখলদার অবৈধ আওয়ামী সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। না হলে বর্তমান স্বৈরাচার সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে একটি একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।’
বিবৃতিতে তিনি বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট সম্পন্ন করে নির্বাচন কমিশন একটি ফলাফল ঘোষণা করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী পরাজিত প্রার্থী ফলাফল ঘোষণার সাথে সাথেই ফল প্রত্যাখ্যান করেছেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে উক্ত প্রার্থী এগিয়ে ছিলেন, শেষ চারটি কেন্দ্রের ফল ঘোষণা হঠাৎ করে বন্ধ করে দেয়া হয় এবং শেষে একসাথে উক্ত চার কেন্দ্রের ফলাফল এমনভাবে ঘোষিত হয় যে ১০১টি কেন্দ্রে অগ্রগামী প্রার্থী বাকি মাত্র চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে পরাজিত ঘোষিত হন। এরকম ঘটনা নিঃসন্দেহে প্রশ্নের জন্ম দেয়।’
আমরা ইতোমধ্যেই দেখেছি কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন তার নিজের নির্দেশকে বাস্তবায়ন করার শক্তি বা সদিচ্ছা দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় বর্তমান নির্বাচন কমিশন কর্তৃক ইভিএম পদ্ধতিতে ভোটের আয়োজন করে তাদের ঘোষিত ফলাফলের উপর জনগণের ভাগ্য ছেড়ে দেয়া যায় না বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের এই নেতা।
সারাবাংলা/এএইচএইচ/এমও