Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে সবক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ১৮:২৯

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের আর্থিক সক্ষমতা বেড়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’

বৃহস্প‌তিবার (১৬ জুন) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ২০২২-২৩ অর্থবছ‌রের উন্মুক্ত বা‌জেট আলোচনা অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

অনুষ্ঠা‌নে রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ২০২২-২৩ অর্থ বছ‌রের উন্মুক্ত বা‌জেট ঘোষণা ক‌রেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া।

এসময় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ভৌত অবকাঠামো নির্মাণ ও জলবদ্ধতা নিরসনকে প্রাধান্য দিয়ে ২০২২-২৩ অর্থ বছরের ২২ কোটি ২৮ লাখ ৯ হাজার ৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ২৫ লক্ষ ৪২ হাজার ৮৯০ টাকা।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘দেশ আমাদের-আপনাদের সবার। এই দেশ উন্নত হবে। তখন আপনারই মা-বাবা, ভাই-বোন যারা, তারা এবং আপনার ভবিষ্যৎ বংশধর সুন্দরভাবে বাঁচতে পারবে। এই কথা মনে রেখে দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।’

জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সব শ্রেণিপেশার মানুষ সম্মিলিতভাবে কাজ করলে সব বাধা অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে ক্ষুধামুক্ত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বিদ্যুৎসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা-চেতনা এবং সঠিক নেতৃত্বের জন্য অর্থনীতিসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছে এবং রূপকল্প ২০৪১ এর পথ নকশা অনুযায়ী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা প্রকৌশলী জামাল উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে।

সারাবাংলা/এমও

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী ব্যাপক উন্নয়ন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর