Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাসে নিয়মিত নন ঢাবি শিক্ষকরা— সচিবের বক্তব্যে সিনেটে হট্টগোল

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ২০:৫৬

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিয়মিত ক্লাস নেন না— শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের এমন মন্তব্যে ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশনে হট্টগোলের সৃষ্টি হয়েছে। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুরোধে ওই বক্তব্য এক্সপাঞ্জ করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন শেষে বক্তব্য পর্বে এই মন্তব্য করেন অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়া। এই বক্তব্যের পর অধিবেশনে উপস্থিত শিক্ষকরা প্রতিবাদ জানান। একপর্যায়ে সিনেটজুড়ে হট্টগোলের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

হট্টগোলের একপর্যায়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব হাসান, সিনেট সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন, অধ্যাপক ড. আব্দুস ছামাদ, অধ্যাপক ড. আব্দুর রহিম, অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া এবং অধ্যাপক ড. শফিউল আলম ভুঁইয়া সমালোচনা করেন।

তারা অতিরিক্ত সচিবের বক্তব্য এক্সপাঞ্জ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে কোনো বক্তব্য না দেওয়ার অনুরোধ জানান।

পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুরোধে বক্তব্য এক্সপাঞ্জ করেন অতিরিক্ত শিক্ষাসচিব আবু ইউসুফ মিয়া।

সারাবাংলা/আরআইআর/এমও

ঢাবি শিক্ষক সিনেট হট্টগোল

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর