প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাবির সিনেটে প্রস্তাব পাশ
১৬ জুন ২০২২ ২৩:১১
ঢাকা: পদ্মসেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদজ্ঞাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রস্তাব গৃহীত হয়েছে। সিনেটের বার্ষিক অধিবেশনে প্রস্তাবটি পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক ও সিনেট সদস্য অধ্যাপক ড. আব্দুস ছামাদ।
বৃহস্পতিবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে প্রস্তাবটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বাজেট উপস্থাপন শেষে সিনেটে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রথমেই বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস ছামাদ। এ সময় তিনি পদ্মাসেতু নির্মাণ প্রকল্প বাস্তবে রূপদান করায় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাশের আহ্বান জানান। পরে তার এই প্রস্তাবকে সমর্থন করেন সিনেটের অন্য দুই শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এবং অধ্যাপক ড. আব্দুর রহিম। পরে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
পদ্মাসেতু প্রসঙ্গে অধ্যাপক ড. আব্দুস ছামাদ বলেন, ‘নানান বৈরী পরিস্থিতিতে হিমালয়ের মত অটল থেকে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। কোটি কোটি বাঙালিকে যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন তা তিনি বাস্তবায়িত করেছেন।’
অধ্যাপক ছামাদ বলেন, ‘স্বাধীনতার পর এটিই আমাদের সবচেয়ে বড় বিজয়। এই সেতু বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু একদিকে যেমন সারাদেশকে একত্রিত করেছে, অন্যদিকে এই সেতু জাতীয় উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
এদিকে আজকের বার্ষিক অধিবেশনে গত অর্থ বছরের তুলনায় ৯০ কোটি টাকা বেশি অর্থ বরাদ্দ দিয়ে ২০২২-২৩ অর্থবছরে ৯২২ কোটি ৪৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতবছর এই অংক ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা।
সারাবাংলা/আরআইআর/একে