Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট উঠানামা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৬:৫২

ঢাকা: উজানের ঢল এবং অতিরিক্ত বৃষ্টির পানি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবেশ করেছে। ফলে সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ( ১৭ জুন) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।

তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা স্বাভাবিক থাকলেও এরপর বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে যায়। এর কারণে বিকেল থেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সিলেট বিমানবন্দরের কার্যক্রম ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে সিলেটে বন্যার কারণে সারাদেশে এসএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সিলেটে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

আরও পড়ুন-

সারাবাংলা/এসজে/আইই

টপ নিউজ সিলেট বন্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর