Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে চুল কেটে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৮:০৪ | আপডেট: ১৭ জুন ২০২২ ২০:৫৬

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে চুল কেটে মারপিট করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই চেয়ারম্যান ও তার সহযোগিরা।

শুক্রবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

নির্যাতনের স্বীকার ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, গত রোববার (১২ জুন) রাত ১০টায় স্থানীয় ফারুক ও রুবেলসহ বেশ কয়েকজন আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এসময় তারা বলে চেয়ারম্যান আপনাকে ডেকেছে। আমার নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। পরে তারা আমাকে একজনের বাসায় নিয়ে যায় এবং সেখানে হিমু চেয়ারম্যানসহ তার কয়েকজন ছেলে আমাকে মারধর করে। পরে চেয়ারম্যান আমার মাথার চুল কেটে দেয় এবং চেয়ারম্যান আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়।

এই ঘটনার পর থেকে ৩দিন ধরে আমাকে ও আমার স্বামীকে বাসায় আটকে রাখে এবং বিষয়টি কাউকে যেন না বলি, সেজন্য হুমকি দিতে থাকে। এ ঘটনায় বুধবার (১৫ জুন) বিকেলে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তোভোগীর স্বামী হাচান আলী।

হাচান আলী বলেন, ‘কোনো অপরাধ ছাড়াই আমার স্ত্রীকে চেয়ারম্যান ও তার সহযোগিরা ডেকে নিয়ে মাথার চুল কেটে দেয় এবং অমানবিক নির্যাতন চালায়। পরে একপর্যায়ে আমাদের অবরুদ্ধ করে রাখে। পরে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি। সে এখন চিকিৎসাধীন।’

ইউপি চেয়ারম্যান তেলিনা সরকার হিমুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইউপি চেয়ারম্যান গৃহবধূ চুল কেটে নির্যাতন টপ নিউজ

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর