Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে জোড়া ‍খুন: মুসাসহ ৩ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ২০:৫৫

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতিকে হত্যার মামলায় সুমন শিকদার ওরফে মুসার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই মামলায় গ্রেফতার আরও দুই আসামি ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

রিমান্ড যাওয়া অপর আসামিরা হলেন, ইমরান রহমান জিতু ও রাকিব রহমান।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার তিন আসামিকে আদালতে হাজির করেন। মুসার ১২ দিনের এবং অপর দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, হত ৮ জুন গভীর রাতে মুসাকে নিয়ে ওমান থেকে রওনা হন বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা। ওমানে মুসা আটক হওয়ার পর দুই দেশের কূটনৈতিক সমঝোতায় তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। এরপর গত ৯ জুন মুসাকে বহনকারী উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১০ জুন মুসার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। এ ঘটনায় টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত নামাদের আসামি করা হয়।

সারাবাংলা/এআই/একে

আওয়ামী লীগ নেতা টপ নিউজ টিপু হত্যা মুসা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর